রোহিত বাহিনী কি এবার পারবে ২০০৩ সালের বদলা নিয়ে অজিবধ করতে? ‘বদলার ম্যাচ’ চাক্ষুষ করতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরভ গঙ্গোপাধ্যায়।
গ্যালারিতে জয় শাহর পাশে বসে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটালেন শাহরুখ খান। উপস্থিত আশা ভোসলেও। সদগুরুর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গেল শচীন তেন্ডুলকরকেও।
হাজির টিম ইন্ডিয়ার নায়কদের লেডি লাকরাও। একফ্রেমে অনুষ্কা শর্মা, ঋতিকা, প্রীতি, আথিয়া শেট্টিরা একসঙ্গে বসেই স্বামীদের জন্য গলা ফাটালেন।
সূরিয়া কিরণের অ্যারোবেটিক টিমের পরিচালনায় ম্যাচ শুরুর আগেই বিশেষ অ্যারোবেটিক শো হল আহমেদাবাদের।
গ্যালারিতে নীলের সমারোহ। বিশ্বকাপে না খেলেও ফাইনাল ম্যাচ দেখতে হাজির হার্দিক পাণ্ডেয়া।
বাবা প্রকাশ পাড়ুকোন, স্বামী রণবীর সিংকে নিয়ে হাজির দীপিকা পাড়ুকোন।
রবিবাসরীয় দুপুরে গোটা দেশের চোখ ‘বদলার ম্যাচের’ দিকে। আমজনতা থেকে সেলেবদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! দক্ষিণী তারকা ভেঙ্কটেশকেও দেখা গেল গ্যালারিতে।
শচীনকন্যা সারা তেন্ডুলকরও দ্যুতি ছড়ালেন গ্যালারিতে। স্বামী কে এল রাহুলের হয়ে গলা ফাটাতে আথিয়া শেট্টি।
মেন ইন ব্লুর জন্য নীল জ্যাকেটে হাজির শাহরুখ খান। স্ত্রী গৌরী খান এবং তাঁদের তিন সন্তান আরিয়ান খান, সুহানা ও অ্যাব্রামকেও দেখা গেল।
ককপিট থেকে পাখির চোখে গোটা নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
ককপিট থেকে অ্যারোবেটিক শোয়ের মুহূর্ত।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.