Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: রেকর্ড ভেঙে নয়া নজির গড়ার বিশ্বকাপ, রইল মেগা টুর্নামেন্টের অ্যালবাম

ভারতের দখলে কটি রেকর্ড?

১০

ওয়ানডে বিশ্বকাপের একটি সংস্করণে সবচেয়ে বেশিবার ৩৫০ রান তোলার রেকর্ড হয়েছে ২০২৩ সালে। চলতি বিশ্বকাপে চারবার সাড়ে তিনশোর বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সবমিলিয়ে ৯ বার সাড়ে তিনশো রানের গণ্ডি পেরিয়েছে প্রোটিয়ারা।

১০

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঝোড়ো শতরান হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন অজি তারকা।

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান। মেগাটুর্নামেন্টে সাতটি সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের সপ্তম সেঞ্চুরি করেন হিটম্যান।

১০

দল হিসাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র পাঁচ উইকেট খুইয়ে ৪২৮ রান তোলে প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসে কোনও দল এত বেশি রান করতে পারেনি।

১০

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ চলাকালীনই এই নজির গড়েন ভারত অধিনায়ক। ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ড ভাঙেন আফগানিস্তানের বিরুদ্ধে। আপাতত ৫৭৫টি ছক্কা রয়েছে রোহিতের ঝুলিতে।

১০

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন বাংলার পেসার। ১৬ ম্যাচে ৪৭ উইকেট শামির ঝুলিতে।

১০

গ্রুপ পর্বের শেষে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বিরাট কোহলি। ৯ ইনিংসে ৫৯৪ রান করেছেন কিং কোহলি।

১০

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী অ্যাডাম জাম্পা। ২২টি উইকেট রয়েছে অজি স্পিনারের ঝুলিতে।

১০

বিশ্বকাপের সেরা ব্যাটিং পারফরম্যান্স গ্লেন ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রান তাড়া করার ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি ব্যক্তিগত স্কোর।

১০ ১০

এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স মহম্মদ শামির। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন বাংলার পেসার।