রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে ভারত। নিয়মরক্ষার ম্যাচের আগে উৎসবের মেজাজ টিম ইন্ডিয়ায়।
টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতে শামিল রিতিকা সাজদেও। লাল পোশাকে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি।
স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে দিওয়ালির শুভেচ্ছা জানালেন বিরাট কোহলিও। অনুষ্কার ঢিলেঢালা পোশাক ফের উসকে দিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।
হ্যান্ডসম বয়েজ। ভারতীয় দলের মোস্ট এলিজিবল ব্যাচেলাররা এক ফ্রেমে।
বিশ্বকাপে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছে ভারতের পেস ত্রয়ী। দিওয়ালি পার্টিতেও কিলার লুকে শামি, বুমরাহ, সিরাজ।
পেসারদের থেকে বাঁচার পরও যার শিকার হন ব্যাটাররা, সেই কুলদীপ যাদবও কিন্তু রূপের বিচারে কম যান না।
সারা দেশের মেয়েরা যার ভক্ত। ভারতীয় ক্রিকেটের 'রাজপুত্র' রীতিমতো রাজকীয় লুকে।
ভারতীয় দলের চকোলেট বয় ঈশান কিষান। দিওয়ালিতে কালো পোশাকে নজর কাড়লেন তিনিও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.