Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: গ্রুপ পর্বে নজর কাড়লেন কারা? রইল বিশ্বকাপের সেরা একাদশের অ্যালবাম

বেছে নিল সংবাদ প্রতিদিন।

১১

অধিনায়ক রোহিত শর্মা। টানা নয় ম্যাচে ভারতের জয়ের নেপথ্যে অন্যতম কারিগর। ঝোড়ো গতিতে ব্যাটিং করে বিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। ইতিমধ্যেই ৫০৩ রান করে ফেলেছেন হিটম্যান।

১১

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক। জীবনের শেষ বিশ্বকাপে নেমে দুরন্ত ব্যাটিং করছেন প্রোটিয়া ব্যাটার। ৫৯১ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় উপরের দিকেই রয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপারের দস্তানাও থাকবে তাঁরই হাতে।

১১

বিরাট কোহলি। বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ৫৯৪ রান করে ফেলেছেন, ছুঁয়েছেন শচীন তেণ্ডুলকরের নজির। চাপের মুখে একা হাতে দলের হাল ধরেছেন। প্রয়োজন পড়লে দুই-তিন ওভার বলও করতে পারেন কিং কোহলি।

১১

রাচীন রবীন্দ্র। চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার। মেগাটুর্নামেন্টের প্রথম ম্যাচেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৫৬৫ রান করার পাশাপাশি তুলে নিয়েছেন ৫টি উইকেটও।

১১

এডেন মার্করাম। লোয়ার-মিডল অর্ডারে যেকোনও দলের ভরসা। বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে দলকে জয়ের পথে নিয়ে এসেছেন। দক্ষিণ আফ্রিকার দাপুটে পারফরম্যান্সে অবদান রয়েছে মার্করামের।

১১

গ্লেন ম্যাক্সওয়েল। রান তাড়া করে প্রথম ব্যাটার হিসাবে ২০০ করেছেন। নিশ্চিত হার থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন। দরকার পড়লে বোলিং করে উইকেট তুলে নেওয়ারও ক্ষমতা রয়েছে ম্যাড ম্যাক্সের।

১১

রবীন্দ্র জাদেজা। বিশ্বের সেরা ফিল্ডার। ১০ ওভার বল করে রান আটকানোর পাশাপাশি উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতেও চেনা ফর্মে দেখা যাচ্ছে জাড্ডুকে। বিশ্বকাপের সেরা একাদশে অন্যতম ম্যাচ উইনার।

১১

দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারা মার্কো জানসেন। পাওয়ারপ্লেতে উইকেট তুলেছেন, লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং করেছেন। চাপের মুখে ধৈর্য্য় ধরে ইনিংস খেলতেও দেখা গিয়েছে ২৩ বছর বয়সি ব্যাটারকে।

১১

মহম্মদ শামি। মাত্র ৫টি ম্যাচ খেলেই তুলে নিয়েছেন ১৬ উইকেট। আগুনে গতিতে নড়িয়ে দিচ্ছেন বিপক্ষ ব্যাটারদের আত্মবিশ্বাসও। পুরনো বলেও সমান ভয়ংকর বাংলার পেসার।

১০ ১১

জশপ্রীত বুমরাহ। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন। ভারতীয়দের মধ্যে চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন বুম বুম।

১১ ১১

অ্যাডাম জাম্পা। চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। ২২টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলারদের মধ্যে অন্যতম অজি লেগস্পিনার।