বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা শুভমান গিল। প্রথমবার মেগা টুর্নামেন্ট খেলতে নামলেও প্রচুর রান করবেন ভারতীয় ওপেনার, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ- সকলের নজর কেড়ে নিতে পারেন এই তরুণ তুর্কি।
পাক বোলিংয়ের স্তম্ভ শাহিন আফ্রিদি। নতুন বলে সুইং থেকে শুরু করে ডেথ ওভারে আক্রমণাত্মক বোলিং- দুই ক্ষেত্রেই সমান পারদর্শী পাক পেসার। দ্বিতীয় বিশ্বকাপে খেলতে নামলেও সকলের নজর কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।
রাচীন রবীন্দ্র। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। মাত্র ২৩ বছর বয়সেই কার্যত কচুকাটা করেছেন বিপক্ষ বোলারদের। ভারতের মাটিতে আরও দুরন্ত পারফরম্যান্স আশা করা যেতে পারে।
বাংলাদেশের স্পিনার অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সদস্য। একটি বিশ্বকাপ খেললেও সেভাবে দাগ কাটতে পারেননি। তবে ভারতের মাটিতে ব্যাটে-বলে কার্যকরী ভূমিকা নিতে পারেন মিরাজ।
অস্ট্রেলিয়ার অন্যতম আকর্ষণ ক্যামেরন গ্রিন। অলরাউন্ডার হিসাবে বিশ্বকাপে নজর কাড়তে পারেন তিনি। তবে অজিদের প্রথম একাদশে তাঁর জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছে।
শ্রীলঙ্কার অন্যতম ভরসা স্পিনার দুনিথ ওয়েলালাগে। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে খবরের শিরোনামে উঠে আসেন। ব্যাট হাতেও বেশ ভালো ইনিংস খেলতে পারেন দুনিথ। বিশ্বকাপে চমকে দিতে পারেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের উপরেও নজর থাকবে ক্রিকেটমহলের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ। আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চমক দিতে পারেন বিশ্বকাপেও।
তরুণ আফগান স্পিনার নূর আহমেদও ভারতের মাটিতে বিশ্বকাপে চমক দিতে পারেন। ঘূর্ণি পিচে যথেষ্ট ভাল বোলিংয়ের আশা রয়েছে তাঁর থেকে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.