এমন ভুবন ভোলানো হাসি নিয়ে যদি 'জওয়ান' শাহরুখ খান ঢাক বাজাতেন। দুর্গাপুজো আরও জমে উঠত।
ধুনুচি হাতে কল্পনা করা হয়েছে সলমন খানকে। মিষ্টি হাসি রয়েছে অভিনেতার মুখে।
সৌম্যকান্তি হৃতিক রোশন। দুর্গাপুজোর মেজাজে ঢাক বাজাতে ব্যস্ত বলিউডের গ্রিক গড।
ঢাক কাঁধে নিয়ে দেখা গিয়েছে রণবীর কাপুরকে। অভিনেতার এই ছবি থেকে চোখ ফেরানো দায়।
অক্ষয় কুমারের ছবি চমকে দেওয়ার মতো। নেড়া মাথায় যেন পুজো প্যান্ডেলের পুরোহিত বলিউডের 'খিলাড়ি'।
অমিতাভ-জয়ার সন্তান অভিষেক। বাংলার প্রতি তাঁর আলাদা টান থাকা স্বাভাবিক। দুর্গাপুজোয় থাকলে এভাবেই ধুনুচি নিয়ে নাচতে পারতেন।
বলিউডের মাসলম্যান জন আব্রাহাম। দুই হাতে বিশাল বাইক তুলে নিতে পারেন। শারোৎসবে নিশ্চয়ই ঢোলও বাজাতে পারতেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.