Advertisement
Advertisement

Breaking News

G-20 Summit

শিকারার পাশাপাশি ডাল লেকে নৌসেনার নজরদারি জলযান, জি-২০ সম্মেলনের আগে কড়া নিরাপত্তায় ভূস্বর্গ

চেহারাই বদলে গিয়েছে উপত্যকার!

জি-২০ সম্মেলন আয়োজনের গুরু দায়িত্ব এবার ভারতের উপর। সোমবার থেকে পর্যটন সংক্রান্ত তিনদিনের সম্মেলন শুরু হচ্ছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীরে। প্রস্তুতি শেষ। বৈঠক শুরুর অপেক্ষায় প্রহর গুনছে শ্রীনগর। ছবি: মাসুদ আহমেদ।

পর্যটন সংক্রান্ত সম্মেলন। আর কে না জানে পর্যটনস্থল হিসেবে বিখ্যাত এ দেশের 'সুইজারল্যান্ড' কাশ্মীর উপত্যকা? তাই জি-২০ সম্মেলন এবার বসছে এখানে। প্রস্তুতিপর্বে গোটা রাজ্যে কড়া নজরদারি সেনার। ছবি: মাসুদ আহমেদ।

'প্রাচ্যের ভেনিস' কাশ্মীরের ডাল লেক। সুসজ্জিত শিকারায় ভেসে হিমালয়ের সৌন্দর্য দর্শন যেন এক স্বর্গীয় অনুভূতি! সেই ডাল লেকে এখন শুধু শিকারা নয়, দেখা যাচ্ছে নৌবাহিনীর নজরদারি জলযান। ছবি: মাসুদ আহমেদ।

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্থলটি কিন্তু বহু নাশকতার সাক্ষী। জি-২০ সম্মেলনের কোনওরকম অশান্তি রুখতে দিনরাত কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী। দূরবীনে চোখ রেখে খুঁজছে নিরাপত্তার ফাঁকফোকর। ছবি: মাসুদ আহমেদ।

সোম থেকে বুধ, পর্যটন নিয়ে তিনদিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে রবিবার থেকেই প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। আর কাশ্মীর উপত্যকায় পা রেখে তাঁরা বিস্মিত। এ যেন অন্য কাশ্মীর! ছবি: মাসুদ আহমেদ।

ডাল লেকের দিনের বেশিরভাগ সময়েই চোখে পড়ছে নৌসেনার জলযান। জলপথে নাশকতা রুখতে অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছেন জওয়ানরা। ছবি: মাসুদ আহমেদ।