Advertisement
Advertisement

Breaking News

India USA

বাংলার আকাশে রাফালে-তেজস! যৌথ মহড়ায় ভারত-মার্কিন বায়ুসেনা, দেখুন ছবি

পানাগড়ে চলছে দুই দেশের সামরিক মহড়া।

ভারত ও আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়া Cope India। ২০২৩ সালে এই মহড়া শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে। পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে মহড়া শুরু করেছে দুই দেশের সেনা। ছবি: অরিজিৎ সাহা

ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ রাফালে, তেজসের মতো যুদ্ধ বিমানগুলি অংশ নেবে এই মহড়ায়। পাশাপাশি মার্কিন বায়ুসেনার বম্বার বিমান ব্যবহৃত হবে দুই দেশের যৌথ মহড়ায়। ছবি: অরিজিৎ সাহা

সামরিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বোঝাপড়া বাড়ানোই এই মহড়ার মূল উদ্দেশ্য। ১৪ দিনের এই মহড়ায় হাজির থাকবে জাপানের একটি যুদ্ধবিমানও। তবে মহড়ায় অংশ নেবে না তারা। ছবি: অরিজিৎ সাহা

দেশের আরও দুই শহরের বায়ুসেনা ঘাঁটির পাশাপাশি পশ্চিমবঙ্গের পানাগড়েও মহড়া চালাল দুই দেশের বায়ুসেনা। অর্জন সিং নামে এই বায়ুসেনা ঘাঁটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। ছবি: অরিজিৎ সাহা

যুদ্ধকালীন দক্ষতার পাশাপাশি যুদ্ধ বিমানগুলির ভারবহন ক্ষমতা, গতিবেগ- সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে দুই দেশের মহড়ায়। ২১ এপ্রিল শেষ হবে ভারত ও আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়া। ছবি: অরিজিৎ সাহা