লাদাখের কার্গিল জেলা দখল করেছিল পাকিস্তানি সেনা। ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধে পাক সেনাকে হারিয়ে বিজয়ী হয় ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়।
বিশেষ দিনে যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন দেশবাসী।
দিল্লির অমর জওয়ান জ্যোতির সামনে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথের সঙ্গে কার্গিল দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিন বাহিনীর প্রধান।
কার্গিল দিবস উদযাপনে শামিল হয়েছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। টুইট করে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
কার্গিল দিবস উপলক্ষ্যে দেশ জুড়ে নানা কর্মসূচি আয়োজন করা হয়।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও কার্গিল দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
জম্মুর বিজয় স্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সেনারা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.