Advertisement
Advertisement

Breaking News

Snow

কলকাতায় তুষারপাত! সাদা বরফে ঢাকল ভিক্টোরিয়া থেকে হাওড়া সেতু, ব্যাপারটা কী?

ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

'শীতকাল কবে আসবে, সুপর্ণা?' আজকাল এই প্রশ্ন কেবল ভাস্কর চক্রবর্তীর কবিতায় আবদ্ধ নেই। তা হয়ে উঠেছে আমজনতার। কেননা শীতের জন্য অপেক্ষা ইদানীং ক্রমেই দীর্ঘ হয়েছে। তবে অবশেষে এসেছে শীত। তাই বাঙালির প্রাণে খুশির জোয়ার এসেছে স্বাভাবিক ভাবেই। মনের আনন্দে তাই এক টুইটেরাত্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে কলকাতায় বরফ পড়ার ছবি। বলাই বাহুল্য, তা ভাইরাল হতে সময় নেয়নি।

অংশুমান চৌধুরী নামে নামের ওই ব্যক্তি এআই-এর সাহায্যে তৈরি করা ছবিগুলি শেয়ার করেছেন।

সাহিত্যিক শেখর বসুর একটি বিখ্যাত গল্প রয়েছে 'কলকাতায় তুষারপাত'। সেখানে রয়েছে বরফে মোড়া তিলোত্তমার অপূর্ব নৈসর্গিক দৃশ্যের বর্ণনা। কিন্তু এমন অপূর্ব ছবির নির্মাণ এর আগে দেখা যায়নি।

ভিক্টোরিয়ার শরীর জুড়ে বরফের আস্তরণ দেখে উল্লসিত সবাই। এদিনই ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নেমেছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু কল্পনাপ্রবণ বাঙালি সেই শীতকেই একেবারে তুষারপাত পর্যন্ত ভেবে ফেলেছে।

একই ভাবে হাওড়া ব্রিজের নিচে জমাট গঙ্গার দৃশ্যও মনকে উৎফুল্ল করে।

লন্ডন, প্যারিসের তুষারমগ্ন পথঘাট দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু কলকাতায় যদি এমন দেখা যেত? তাহলে তাও যে পরম মোহময় হয়ে উঠত তা পরিষ্কার করে দেয় এই ছবিগুলি।

কনকনে শীতে ছবিগুলি দেখে তাই নেটিজেনরা উত্তেজিত। বুধবার রাত থেকেই কার্যত ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

কেবল কলকাতা নয়, দিল্লির ইন্ডিয়া গেটের শরীরময় বরফের আস্তরণ দেখার কল্পনাও দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে এআই।

বলাই বাহুল্য, সব ছবিগুলিই আলোড়ন ফেলে দিয়েছে। যা কখনও সম্ভব হবে না, তাকে এভাবে 'সত্যি' হয়ে উঠতে দেখার অভিজ্ঞতায় উৎফুল্ল নেটিজেনরা।