কলাইকুণ্ডায় বায়ুসেনার অস্ত্র প্রদর্শন।
বায়ুসেনার ৬৬ রেইজিং ডে উপলক্ষ্যে কলাইকুণ্ডার আকাশে বিশেষ প্রদর্শন প্যারা ট্রুপারস আর স্কাই ডাইভারস।
কেরামতি দেখাল বায়ুসেনার ৯ টি সুর্যকিরণ বিমান। উপভোগ করল জনতা।
তেরঙ্গায় ছেয়ে গেল খড়গপুরের আকাশ।
একইসঙ্গে আকাশে চমক আকাশগঙ্গা স্কাই ডাইভারস টিম ও প্যারা ট্রুপারদেরও।
তবে খারাপ আবহাওয়ার জন্য বায়ুসেনার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করতে হয়।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.