লোকসভা ভোটের পঞ্চম দফার নির্বাচনে সামিল দেশের ক্রিকেটাররা। জাতীয় নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' শচীন তেণ্ডুলকর। ক্রিকেট মাঠ থেকে এক দশক আগে অবসর নিলেও তিনিই ভোট প্রচারের প্রধান মুখ।
মুম্বইয়ে ভোট দিলেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে ছিলেন তাঁর পুত্র অর্জুন। 'ছুটি' নয়, ভোট দিয়ে নিজের 'ডিউটি' পালন করলেন তাঁরা।
ভোট উৎসবে উপস্থিত প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর 'লিটল মাস্টার' বলেন, "সকলেরই ভোট দেওয়া উচিত, কারণ এটা তাদেরও সরকার। প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ।"
আর কদিন পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভারতের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। ভোট দিয়ে 'মি. ৩৬০' বলেন, "চলুন, দেশের ভবিষ্যতকে গড়ে তোলা যাক।"
মুম্বইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। স্ত্রীর সঙ্গে ভোটদানের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে সিএসকে তারকা লেখেন, "আমরা দায়িত্ব পালন করেছি, আর আপনারা?"
উন্নয়নের জন্য ভোট দিলেন আকাশ চোপড়া। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ধারাভাষ্যকার ও প্রাক্তন ক্রিকেটার লেখেন, "ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিলাম।"
"ভোট মূল্যবান। গণতান্ত্রিক সমাজের জন্য অহিংস পথে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।" ভোট দিয়ে জানালেন প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.