Advertisement
Advertisement

Breaking News

'সোনালি বাঘ'

কাজিরাঙ্গায় দেখা গেল ভারতের একমাত্র ‘সোনালি বাঘ’, মুহূর্তে ভাইরাল ছবি

বিরল বাঘের ছবি মিস করবেন না।

গায়ের হলুদ আভায় কালো ডোরাকাটা নয়। তার পরিবর্তে লাল ও খয়েরি আভা। রং পুরোপুরি সোনালিই বলা চলে।

গায়ের রংয়ের কারণে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে অনেকটাই আলাদা 'গোল্ডেন টাইগার' বা 'সোনালি বাঘ'।

সম্প্রতি অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে এই 'সোনালি বাঘ'-এর দেখা মিলেছে।

ছবিটি তুলেছেন ময়ূরেশ হেন্ড্রে। টুইট করে সেকথা জানিয়েছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। নেটদুনিয়ায় ভাইরাল ছবিটি।

ভারতে এখনও পর্যন্ত একটিমাত্র 'গোল্ডেন টাইগার'-এর খোঁজ পাওয়া গিয়েছে।

এর আগে কাবিনির জঙ্গলে দেখা মিলেছিল একটি ব্ল্যাক প্যান্থারের। তাকে নিয়েও নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল।