শনিবার আইপিএলে অঘটন ঘটিয়ে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয়ে বড় ভূমিকা ছিল টিম ডেভিড, জসপ্রীত বুমরাহদের।
মুম্বইয়ের জয়ে ভাগ্য খুলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দিল্লি হেরে যাওয়ায় চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠে গিয়েছে আরসিবি।
এই নিয়ে টানা তিন মরশুম আইপিএলের প্লে-অফে খেলল আরসিবি। স্বাভাবিকভাবেই উছ্বাস চোখে পড়ল বেঙ্গালুরুর তারকাদের মধ্যে।
পার্টি মুডে একসঙ্গে ধরা দিলেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসিসরা।
হোটেলের ঘরেই রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে দেখা গেল বিরাট কোহলিকে। সদ্যই ফর্মে ফিরেছেন তিনি। প্লে-অফের ম্যাচেও তাঁর কাছে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবেন সমর্থকরা।
বাঁধন হারা উচ্ছ্বাস দেখা গেল আরসিবি সমর্থকদের মধ্যেও। সেই ছবি ধরা টুইট করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল হ্যান্ডেলে।
আগামী বুধবার আইপিএলের এলিমিনেটরে লোকেশ রাহুলের লখনউয়ের বিরুদ্ধে খেলবেন বিরাটরা। ওই ম্যাচ জিতলে তাঁদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.