Advertisement
Advertisement

Breaking News

Ira Khan Honeymoon

বিয়ের এক মাসে প্রেম-যোগ, হানিমুনের ছবি শেয়ার করলেন আমিরকন্যা ইরা

চার বছরের সম্পর্ক ইরা-নূপুরের। জানুয়ারি মাসের শুরুতেই বিয়ে সারেন দুজন।

ফিটনেস কোচকে বিয়ে করেছেন। তাই তো প্রেম-যোগের মাধ্যমেই বিয়ের এক মাস উদযাপন করলেন আমিরকন্যা ইরা খান। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হানিমুনের ছবি।

গত ৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন ইরা খান ও নূপুর শিকরে। সকলকে চমকে দিয়ে স্যান্ডো আর শর্ট পরে দৌড়তে দৌড়তে বিয়ে করতে এসেছিলেন নূপুর।

মধুচন্দ্রিমাতেও তেমন মুডেই ছিলেন আমির খানের জামাই। নীল সমুদ্রের ধারের সৈকতে, কখনও হোটেলের ঘরের সামনেই দুপা উপরে তুলে যোগাসন করতে দেখা যায় নুপূরকে।

চার বছরের সম্পর্ক ইরা-নূপুরের। স্বামীর সঙ্গে জীবনের এই অ্যাডভেঞ্চার তাঁর কাছে কতটা উপভোগ্য, তা ছবি পোস্ট করেই জানিয়েছেন ইরা।

শোনা যায়, ইন্দোনেশিয়ার বালিতে হানিমুনে গিয়েছিলেন ইরা-নুপূর। বিয়ের পরের এই মধুর সময় বেশ খোশমেজাজেই কাটিয়েছেন নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।