ইজেরায়েলের বোমাবর্ষণে আহতদের চিকিৎসা চলছে। শুক্রবার খান ইউনিস হাসপাতালের দৃশ্য।
ইজরায়েলের বিমানহানা দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে। উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপে আটকে পড়া এক মহিলাকে।
খান ইউনিস হাসপাতালে আনা হচ্ছে ইজরায়েলের হামলায় আহতদের। দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েল। আহত হন বহু মানুষ।
ওয়েস্টব্যাঙ্কের ফারা শরণার্থী শিবিরের উদ্দেশে কুচকাওয়াজ ইজরায়েলি ফৌজের। শুক্রবারে ওয়েস্টব্যাঙ্কের একটি দৃশ্য।
ইজরায়েলের হামলায় নিহত হেজবোল্লা যোদ্ধা। শেষকৃত্যে সময় দাদার কফিন আঁকড়ে ভাই হুসেন। বৃহস্পতিবার লেবাননের বেইরুটের একটি দৃশ্য।
ইজরায়েলের হামলায় গুঁড়িয়ে গিয়েছে দক্ষিণ গাজার শরণার্থী শিবির। সেখান থেকে উদ্ধার করে আনা হচ্ছে এক আহত মহিলাকে।
পোস্টারে রয়টার্সের চিত্র সাংবাদিক ইসাম আব্দাল্লা। ১৩ অক্টোবর ইজরায়েলের গোলায় প্রাণ হারান তিনি। তাঁর ক্যামেরা ও ট্রাইপড প্রদর্শিত বেইরুটে।
ইজরায়েলি ফৌজের মাস্টার সার্জেন্ট গিল ড্যানিয়েলসের সমাধিতে কান্নায় ভেঙে পড়ছেন এক ইজরায়েলি সৈনিক। গাজা অভিযানে মৃত্যু হয় ড্যানিয়েলসের।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.