Advertisement
Advertisement
Janhvi Kapoor

ক্রিকেট থিমের শাড়িতে ইন্ডিয়া গেটের সামনে জাহ্নবী, দিলেন ‘মেথড ড্রেসিং’য়ের পাঠ

শ্রীদেবীকন্যার ছবিতে মুগ্ধ নেটপাড়া। দেখুন ফটোগ্যালারি।

আগামী ৩১ মে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পাচ্ছে। বাইশ গজকে ঘিরেই একটা সম্পর্কে রোমান্স, মান-অভিমান, ওঠাপড়া দেখা যাবে এই সিনেমায়। আর সেই ছবির প্রচারেই নিত্যদিন অভিনব ফ্যাশনের ঝলক দেখিয়ে মাথা ঘুরিয়ে দিচ্ছেন জাহ্নবী কাপুর।

কখনও জাহ্নবীর ব্যাগ-ব্লাউজে ধরা পড়ছে ক্রিকেটের থিম। আবার কখনও বা জার্সির আদলে ডিজাইন করা শাড়ি-স্কার্ট পরছেন অভিনেত্রী। এককথায়, ‘মেথড ড্রেসিং’-এর পাঠ দিচ্ছেন জাহ্নবী কাপুর।

এবার দিল্লিতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারে গিয়ে ক্রিকেট থিমের শাড়িতে ধরা দিলেন জাহ্নবী।

লাল-সাদা স্ট্রাইপ শাড়ি। ইন্ডিয়া গেটের সামনে দুই বাহু প্রসারিত করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল শ্রীদেবীকন্যাকে।

সিনেমার থিমের কথা মাথায় রেখে ফ্যাশন সেন্সে সকলকে তাক লাগাচ্ছেন নায়িকা। সম্প্রতি জাহ্নবীকে দেখা গিয়েছিল লাল-নীল শাড়ির সঙ্গে ম্যাচিং করা স্লিভলেস ব্লাউজ পরতে। আর সেই ব্লাউজের পিঠে লেখা ছিল ‘৬ মাহি’। যা কিনা মনীশ মালহোত্রার ডিজাইন করা।

তার আগে বডিকন ড্রেসের পিঠের ডিজাইনেও চমক দিয়েছিলেন অভিনেত্রী। সেই পোশাকের বোতামগুলো ক্রিকেট বলের আদলে তৈরি। এবারের ক্রপ টপেও পুরনো জার্সির ঝলক মিলল।

আরও একধাপ এগিয়ে তাঁর হাতে দেখা গিয়েছে ছোট্ট ক্রিকেট বলের মতো একটা ঝুলন্ত হ্যান্ডব্যাগও। (ছবি: ইনস্টাগ্রাম)