Advertisement
Advertisement
Jasprit Bumrah

সঞ্চালিকা সঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বুমরাহ, দেখুন বিয়ের অ্যালবাম

উপস্থিত অতিথিদের প্রত্যেককেই নাকি মোবাইল সঙ্গে আনতে বারণ করা হয়েছিল।

জল্পনায় ইতি ঘটিয়ে সোমবার নতুন ইনিংসে পা রাখলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন।

গোয়ায় (Goa) চার হাত এক হল তারকা জুটির। সোশ্যাল সাইটে নিজেই ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দেন ভারতীয় পেসার। জানিয়েছেন, "আজ জীবনের অন্যতম সেরা দিন। আপনাদের এই খবর জানাতে পেরে আমি আপ্লুত।"

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বুমরাহ।

উপস্থিত অতিথিদের প্রত্যেককেই নাকি মোবাইল সঙ্গে আনতে বারণ করা হয়েছিল। কারণ পাত্র বা পাত্রী কেউই বিষয়টি নিয়ে বেশি হইচই চাননি।

খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন বুমরাহ। অনেকে আবার তাঁর বিয়ের থিমের রঙের সঙ্গে বিরাট-অনুষ্কার বিবাহ আসরের রঙের মিলও খুঁজে পেয়েছেন।

কানাঘুষো খবর ছিল, বেশ কিছুদিন ধরেই প্রেম পর্ব চলছিল বুমরাহ-সঞ্জনার। তবে দু’জনের কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। এবার জল্পনার ইতি ঘটল। নতুন জীবনে পা রাখলেন তাঁরা।