একই অঙ্গে বহুরূপী শাহরুখ। কোথাও পুলিশের ভূমিকায় সুপারস্টার তো কোথাও বা আবার দেশমাতৃকার সেবকের লুকে ধরা দিলেন কিং খান।
'জওয়ান'-এর ট্রেলারে শাহরুখের একাধিক লুক দেখে ভক্তদের প্রায় ভড়কে যাওয়ার জোগাড়। তেমনই তোলপাড় করা দুরন্ত সংলাপ।
"এক রাজা থা, এক কে বাদ এক, জং হারতা গ্যায়া। ভুখা প্যায়াসা ঘুম রহা থা জঙ্গল মে, বহত গুস্সে মে থা..."
তবে 'জওয়ান'-এর ট্রেলারে আরেক চমক আলিয়া ভাটের উল্লেখ। যে বিষয়ে আপাতত তোলপাড় নেটপাড়া। ট্রেলারের এক দৃশ্যে পুলিশের ভূমিকায় নয়নতারা যখন শাহরুখকে জিজ্ঞেস করেন- 'ইয়ে বাতাও তুমহে চাহিয়ে ক্যায়া?' জবাবে কিং খান বলেন, 'চাহিয়ে তো আলিয়া ভাট।'
দীপিকা পাড়ুকোনের সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সেও শাহরুখের মুখে রগরগে সংলাপ রেখেছেন পরিচালক অ্যাটলি। যেখানে দীপিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন- 'হার জায়োগে।' মন জয় করা জবাবে শাহরুখ বলেন, 'হার তো ম্যায় পেহলে হি গয়া থা...।'
"হাম জওয়ান হ্যায়। আপনি জান হাজার বার দাও পার লাগা সকতে হ্যায়। লেকিন সির্ফ দেশ কে লিয়ে। তুমহারে জ্যায়সে দেশ বেচনে ওয়ালো কে লিয়ে বারগিজ নহি", প্রকৃত জওয়ান লুকে শাহরুখের মুখে এমন সংলাপই গল্পের ঝাঁজ বুঝিয়ে দিয়েছে।
"বেটে কো হাত লাগানে সে পহলে, বাপ সে বাত কর", বহুদিন বাদে বলিউড এমন তুখড় সংলাপ পেল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.