নোনা জল, কালো মনোকিনি আর ভেজা শরীর। এমন ছবিতেই নেটদুনিয়া কাঁপাচ্ছেন নিকিতা দত্ত।
পাঞ্জাবি পরিবারে জন্ম নিকিতার। হিন্দি সিরিয়ালের মাধ্যমে নিজের অভিনয় সফর শুরু করেছিলেন।
বলিউডে নিকিতার প্রথম সিনেমা 'লেকর হাম দিওয়ানা দিল'। বিপরীতে ছিলেন রাজ কাপুরের নাতি অরমান জৈন।
অক্ষয় কুমার অভিনীত 'গোল্ড' সিনেমায় সিমরনের চরিত্রে ছিলেন নিকিতা। 'লাস্ট স্টোরিজ'-এও দেখা গিয়েছে তাঁকে।
তবে দর্শকরা নিকিতাকে মনে রেখেছেন 'কবীর সিং' সিনেমায় জিয়া শর্মার চরিত্রে অভিনয়ের জন্য।
সোশ্যাল মিডিয়ায় বেশ বিন্দাস নিকিতা। এমনই নানা ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.