Advertisement
Advertisement
Kajol at Dakshineswar Kali Temple

জয় কালী! মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে কাজল

হুইলচেয়ারে বসে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তনুজা।

গত কয়েকদিন ধরে আউশগ্রাম, শান্তিনিকেতনে 'মা' ছবির শুটিং করছিলেন। কলকাতায় ফিরেই মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন কাজল। ছবি - অমিত মৌলিক।

শুক্রবার নাতি যুগের সঙ্গে কলকাতায় এসেছেন তনুজা। মা ও ছেলের আসার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন অভিনেত্রী। তিনিও চলে আসেন কলকাতায়।

এদিন হুইলচেয়ারে বসে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তনুজা। সাদা কুর্তা আর প্যান্ট পরেছিলেন তিনি। কাঁধে ছিল ওড়না। কাজলের পরনে ছিল লাল চুড়িদার। যুগকে দেখা যায় টি-শার্ট ও শর্টসে।

ডালা সাজিয়ে নিয়ে মন্দিরে যান তনুজা। মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে ভক্তিভরে পুজো দেন তিনি। দুই অভিনেত্রীকে দেখেই ভিড় জমে যায় মন্দির চত্বরে।

অনুরাগীদের নিরাশ করেননি কাজল ও তনুজা। পুজো শেষে বেরিয়ে যাওয়ার আগে তাঁদের উদ্দেশেও হাত নাড়িয়ে জানান অভিবাদন।