রাজারহাট নেতাজি সংঘের এবারের থিম 'স্পন্দন'। ফাইবার, প্ল্যাস্টিক, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। খুদেদের জন্য রয়েছে উপহারের ব্যবস্থা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
আলোর সঙ্গে মানানসই করে সাজানো হয়েছে প্রতিমা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
বেলেঘাটা ১১ এবং ১৫৩ পল্লী যুবকবৃন্দের পুজো পদার্পণ করল ৮২ তম বর্ষে। এবারের থিম 'উত্তরণ'। প্রদীপে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
বেলেঘাটা ১১ এবং ১৫৩ পল্লী যুবকবৃন্দের থিম ও প্রতিমা শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়। তরুণ শিল্পীর ভাবনা মুগ্ধ করেছে দর্শকদের। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের পুজোয় মণ্ডপ সাজানো হয়েছে শাড়ি, বালতি-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে। থিম ভাবনায় মানস দাস। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
সোনালী গয়নায় সেজেছে গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের প্রতিমা। শিল্পী ধনঞ্জয় রুদ্র পাল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.