Advertisement
Advertisement

Breaking News

Kali Puja

কোথাও ‘উত্তরণ’, কোথাও ‘স্পন্দন’ থিমে সেজে উঠেছে মণ্ডপ, দেখে নিন উত্তর কলকাতার কালীপুজোর ছবি

শাড়ি, বালতিতে সাজানো হয়েছে গিরিশপার্কের একটি মণ্ডপ।

রাজারহাট নেতাজি সংঘের এবারের থিম 'স্পন্দন'। ফাইবার, প্ল্যাস্টিক, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। খুদেদের জন্য রয়েছে উপহারের ব্যবস্থা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

আলোর সঙ্গে মানানসই করে সাজানো হয়েছে প্রতিমা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

বেলেঘাটা ১১ এবং ১৫৩ পল্লী যুবকবৃন্দের পুজো পদার্পণ করল ৮২ তম বর্ষে। এবারের থিম 'উত্তরণ'। প্রদীপে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

বেলেঘাটা ১১ এবং ১৫৩ পল্লী যুবকবৃন্দের থিম ও প্রতিমা শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়। তরুণ শিল্পীর ভাবনা মুগ্ধ করেছে দর্শকদের। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের পুজোয় মণ্ডপ সাজানো হয়েছে শাড়ি, বালতি-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে। থিম ভাবনায় মানস দাস। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

সোনালী গয়নায় সেজেছে গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের প্রতিমা। শিল্পী ধনঞ্জয় রুদ্র পাল।