Advertisement
Advertisement

Breaking News

Nil Shasthi

কালীঘাট পটুয়াপাড়ায় নীলের গাজন, দেখে নিন নানা রঙিন মুহূর্ত

নীল ষষ্ঠীর দিন পালিত হয় গাজন উৎসবও।

গোটা বাংলা জুড়েই পালিত হচ্ছে নীল ষষ্ঠী। বাংলা নববর্ষের ঠিক আগে এই দিনেই অনুষ্ঠিত হয় গাজন উৎসবও। ছবি: অমিত ঘোষ।

কালীঘাট পটুয়াপাড়ার গাজন বিখ্যাত। ছবি: অমিত ঘোষ।

গাজন আবহমান বাংলার এক প্রতীক। গর্জন থেকে 'গাজন' শব্দটির উৎপত্তি বলেই মনে করা হয়। অবশ্য ভিন্নমতও রয়েছে।

আজও গাজন দেখতে জমে যায় ভিড়। ছবি: অমিত ঘোষ।

শিবের পাশাপাশি লৌকিক দেবদেবী, রাক্ষসরূপী বহুরূপীরাও উৎসবের অংশ হয়ে ওঠেন। ছবি: অমিত ঘোষ।

হুতোমের লেখা থেকে জানা যায়, সেই যুগে গাজনের সময় কেমন করে মেতে উঠত বাংলা। ছবি: অমিত ঘোষ।

গোটা চৈত্র জুড়েই গাজন উৎসব পালিত হলেও নীলষষ্ঠীর দিনে এই উৎসব অন্য মাত্রা পায়। ছবি: অমিত ঘোষ।