সোমবার ছিল চতুর্থ দফায় গণতন্ত্রের উৎসব। বিহারের বেগুসরাইয়ে ভোট দিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার।
আসানসোলে চতুর্থ দফায় গণতন্ত্রের উৎসবকে রঙিন করে তুললেন সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। এদিন নিজের কেন্দ্রে সক্রিয় ছিলেন তৃণমূল নেতা।
চতুর্থ দফায় গোটা দেশে ভোট পড়েছে ৬২. ৩ শতাংশ। হায়দরাবাদে নিজের কেন্দ্রে ভোট দিলেন 'মিম' প্রধান আসাদুদ্দিন ওয়েইসি।
সোমবার রাজ্যে ভোট ছিল মুর্শিদাবাদ জেলায়। সকাল সকাল বহরমপুর কেন্দ্রে দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে।
চতুর্থ দফায় নির্বাচন ছিল দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাতেও। হায়দরাবাদে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা।
পাঁচ বছর পর আসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। প্রবীণ নাগরিককে ভোটদানে সাহায্য করলেন দুই পুলিশকর্মী।
দেশকে সক্ষম করে তোলাই গণতন্ত্রের উৎসবের লক্ষ্য। হাত নেই তো কী, ইন্দোরে পা দিয়ে ভোট দিলেন জনৈক নাগরিক।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.