Advertisement
Advertisement
Saif Kareena

পতৌদি প্যালেসে শীতকালীন দাওয়াত সইফ-করিনার, মকাইয়ের রুটি, সর্ষে শাক দেখে ‘লোভ’ সারার!

বাড়ির বাগানে দাওয়াত দেখে কী বললেন সারা আলি খান?

পুরোদস্তুর শীতকালীন আমেজে মেতে সইফ-করিনা। বাড়ির বাগানে দাওয়াতে মজে তারকাদম্পতি।

পতৌদি প্যালেসে একেবারে বাগানের শাক-সবজিতেই ঘরোয়া রান্নার আমেজড উপভোগ করছেন বলিউডের পাওয়ার কাপল।

নবাব বেগম করিনা কাপুর নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই দাওয়াতেই ছবি।

মেন্যুও স্পেশাল। সর্ষো কা শাগ, মক্কি কি রোটি। তার সঙ্গে টেবিলে সাজানো বাগানের বিভিন্ন সবজির স্যালাড।

আর সইফ-করিনার সেই ছবি দেখেই সারা আলি খানের মন্তব্য, "আদর্শ মধ্যাহ্নভোজ।"

২০ ডিসেম্বর, তৈমুর আলি খানের জন্মদিন উপলক্ষেই আসলে পতৌদি প্যালেসে একান্তে ছুটি কাটাতে গিয়েছেন সইফ-করিনা। সেলিব্রশনের আগের ছবিও শেয়ার করেছেন বেবো।