কলকাতায় এসেই 'রুহ বাবা'র মেজাজে কার্তিক আরিয়ান। বাইক নিয়ে সোজা চলে গেলেন হাওড়া ব্রিজে। শুরু করে দিলেন ‘ভুলভুলাইয়া ৩’র শুটিং। ছবি: কৌশিক দত্ত।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালানের 'ভুলভুলাইয়া'। তার সিক্যুয়েল অর্থাৎ 'ভুলভুলাইয়া ২' ছবিতে প্রথমবার রুহান ওরফে 'রুহ বাবা'র চরিত্রে দেখা যায় কার্তিককে। ছবি: কৌশিক দত্ত।
কলকাতা শহরে আসার পরদিনই 'রুহ বাবা'র স্মৃতি ফেরালেন বলিউডের হার্টথ্রব। সাতসকালেই হাওড়া ব্রিজে শুরু করে দেন শুটিং। ছবি: কৌশিক দত্ত।
‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি। তবে হাওড়া ব্রিজে কার্তিকের পাশে দেখা গেল এক বঙ্গকন্যাকে। ছবি: কৌশিক দত্ত।
কলকাতা শহরে কার্তিকের এই শুটিং সঙ্গিনীর নাম প্রান্তিকা দাস। মডেলিংয়ের জগতে পরিচিত মুখ প্রান্তিকা। এবার কার্তিকের বাইকে হয়েছেন সওয়ার। ছবি: ইনস্টাগ্রাম।
বাংলার এই মডেল ছবিতে কোনও চরিত্রে অভিনয় করছেন নাকি ডামি শুটের জন্য রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। তবে নীল পোশাকে বলিউড হার্টথ্রবের পাশে নজর কেড়েছেন তিনি। ছবি: কৌশিক দত্ত।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.