Advertisement
Advertisement
Kartik Aaryan at Howrah Bridge

হাওড়া ব্রিজে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কার্তিক, তৃপ্তির বদলে সঙ্গী বঙ্গকন্যা! কে তিনি?

কলকাতায় এসেই 'রুহ বাবা'র মেজাজে বলিউড হার্টথ্রব।

কলকাতায় এসেই 'রুহ বাবা'র মেজাজে কার্তিক আরিয়ান। বাইক নিয়ে সোজা চলে গেলেন হাওড়া ব্রিজে। শুরু করে দিলেন ‘ভুলভুলাইয়া ৩’র শুটিং। ছবি: কৌশিক দত্ত।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালানের 'ভুলভুলাইয়া'। তার সিক্যুয়েল অর্থাৎ 'ভুলভুলাইয়া ২' ছবিতে প্রথমবার রুহান ওরফে 'রুহ বাবা'র চরিত্রে দেখা যায় কার্তিককে। ছবি: কৌশিক দত্ত।

কলকাতা শহরে আসার পরদিনই 'রুহ বাবা'র স্মৃতি ফেরালেন বলিউডের হার্টথ্রব। সাতসকালেই হাওড়া ব্রিজে শুরু করে দেন শুটিং। ছবি: কৌশিক দত্ত।

‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি। তবে হাওড়া ব্রিজে কার্তিকের পাশে দেখা গেল এক বঙ্গকন্যাকে। ছবি: কৌশিক দত্ত।

কলকাতা শহরে কার্তিকের এই শুটিং সঙ্গিনীর নাম প্রান্তিকা দাস। মডেলিংয়ের জগতে পরিচিত মুখ প্রান্তিকা। এবার কার্তিকের বাইকে হয়েছেন সওয়ার। ছবি: ইনস্টাগ্রাম।

বাংলার এই মডেল ছবিতে কোনও চরিত্রে অভিনয় করছেন নাকি ডামি শুটের জন্য রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। তবে নীল পোশাকে বলিউড হার্টথ্রবের পাশে নজর কেড়েছেন তিনি। ছবি: কৌশিক দত্ত।