'মিঠাই' সিরিয়ালের 'উচ্ছেবাবু' অর্থাৎ বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম হাঙ্ক আদৃত রায়কে মন দিয়েছেন কৌশাম্বি চক্রবর্তী। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে আইবুড়ো ভাতের পালা।
'ফুলকি' সিরিয়ালে পারমিতার চরিত্রে দেখা যায় কৌশাম্বিকে। ধারাবাহিকের সেটেই আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। আর আয়োজন ছিল এলাহি।
ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে সাদা ভাত, পোলাও, ডাল, মাছ, মাংস সবই ছিল। শেষপাতের জন্য সাজানো হয়েছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই।
বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ের কথা। প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি মাসে বিয়ে। তার পর ফ্রেবুয়ারির কথাও কানে এসেছিল।
তবে এবার আর টালবাহানা নয়, বরং মে মাসেই কৌশাম্বির গলায় মালা দেবেন আদৃত। মে মাসের ৯ তারিখই সাত পাকে বাঁধা পড়ছেন দুজন। এমনই খবর শোনা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.