'হাম রহে ইয়ে না রহে হাম', গুরুদাস কলেজ ফেস্টের অনুষ্ঠানে ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে দাঁড়িয়ে এই গানই গেয়েছিলেন কেকে।
শহরের পাঁচতারা হোটেলে পৌঁছনোর পরই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সংগীতশিল্পী।
এসএসকেএম হাসপাতালে হয় সংগীতশিল্পীর ময়নাতদন্ত।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ম্যাসিভ হার্ট অ্যাটাকই প্রাণ কেড়েছে কৃষ্ণকুমার কুন্নথের।
'কেকে'র মৃত্যুর খবর পেয়ে বাঁকুড়া সফর শেষ করে তড়িঘড়ি কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্রসদনে 'ভাই' কেকে'কে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
সংগীত শিল্পীর কফিনে মাল্যদান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে কলকাতা ছুটে আসেন কেকে'র স্ত্রী জ্যোতি ও সন্তান।
সদ্য স্বামীহারা জ্যোতিকে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী।
রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় কেকে'কে।
এরপর বিকেলের বিমানে মুম্বইতে নিয়ে যাওয়া হয় সংগীত শিল্পীর দেহ। বৃহস্পতিবার শেষকৃত্য।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.