নির্বাচনী আবহেই শুরু হয়ে গিয়েছে কোটিপতি লিগ। ধোনিদের জয় দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল অভিযান। আর শনিবারই ইডেনে নেমে পড়ে কেকেআর। দলের উদ্বোধনী ম্যাচে ক্রিকেটারদের উৎসাহ দিতে হাজির খোদ শাহরুখ খান।
ইডেনে আইপিএল ম্যাচ। এ মরশুমে কেকেআরের প্রথম লড়াই। তায় শনিবার। আর ক্রিকেটপ্রেমীরা ইডেনমুখী হবেন না, তাও কি হয়? নাইট জার্সি চাপিয়ে পৌঁছে গিয়েছেন সমর্থকরা।
শুধু কেকেআর ভক্ত বললে অবশ্য ভুল হবে। হায়দরাবাদকে সমর্থন করতেও বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা পৌঁছে যান ক্রিকেটের নন্দনকাননে।
কিং খানকে দেখা গেল স্বমেজাজে। গ্যালারি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ালেন, ছুড়লেন ফ্লায়িং কিস। আর তাঁর উপস্থিতিতেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন আন্দ্রে রাসেল।
আট থেকে আশি, সকলেই কেকেআর ভক্ত। সেই চেনা ছবিই শনিবার ম্যাচ শুরুর আগে ধরা পড়ল ইডেনের বাইরে।
আইপিএল উপলক্ষে প্রতিবারের মতো এবারও বেগুনি আলোয় সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। রিঙ্কু সিং, নীতীশ রানা, রাসেলদের কাটআউটে জমজমাট ময়দান চত্বর।
দীর্ঘদিন পর নাইট শিবিরে ফিরেছেন এককালের নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। এবার মেন্টরের ভূমিকায়। তাই কেকেআর ভক্তদের প্রার্থনা একটাই, গম্ভীরের হাত ধরে জয় দিয়েই শুরু হোক এবারের অভিযান।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.