করোনার প্রকোপে তিন বছর ইডেনের মাটিতে খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। অবশেষে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার ইডেনের মাঠে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে নাইট বাহিনী।
আগের ম্যাচেই ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বিরাট। ইডেনের মাটিতেও বরাবর সফল কিং কোহলি। তাঁকে দেখার জন্য আকুল কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
ইডেনের মাঠে নজির গড়ার মুখে দাঁড়িয়ে কেকেআরের অন্যতম প্রধান অস্ত্র আন্দ্রে রাসেল। ক্রিকেটের নন্দন কাননে বৃহস্পতিবার ১০০তম ম্যাচ খেলতে নামবেন ক্যারিবিয় অলরাউন্ডার। তার আগের দিন মাঠে নেমে ঘাম ঝরাতে দেখা গেল রাসেলকে।
আইপিএলে আলাদা দলের হয়ে খেললেও দেশের জার্সিতে তাঁরা সতীর্থ। কেকেআরের শার্দূল ঠাকুর, উমেশ যাদবকে দেখেই আড্ডার মেজাজে কিং কোহলি। কথা বললেন বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও।
প্র্যাকটিসের মধ্যেই ধরা পড়ল সৌহার্দ্যের দৃশ্য। নাইটদের আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ব্যাটিং পরামর্শ দিলেন বিরাট। বিপক্ষের ক্রিকেটার নয়, গুরবাজের কাছে বিরাট তখন শুধুই ক্রিকেট গুরু।
তিন বছর পরে ঘরের মাঠে নাইট বাহিনী। তার সঙ্গে উপরি পাওনা ফর্মে থাকা বিরাট কোহলির ব্যাটিং। একই ম্যাচে প্রিয় দল ও প্রিয় ক্রিকেটারকে দেখার সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই তো বৃহস্পতিবারের ম্যাচের সব টিকিটই নিঃশেষ।
নাইটদের ডেরাও সেজে উঠেছে বেগুনি আলোয়। ই এম বাইপাসের ধারের আইটিসি সোনার বাংলা হোটেলেই থাকছেন নীতীশ রানা-সুনীল নারিনরা। তাঁদের স্বাগত জানাতে বিশেষ আলোকসজ্জা এই হোটেলে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.