Advertisement
Advertisement

গঙ্গাসাগরে ‘টর্নেডো’, দিনভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দেখুন জলছবি

মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

১০

রবিবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। ছবি: অমিত ঘোষ।

১০

বৃষ্টিভেজা দিনেই গঙ্গাসাগরে 'মিনি টর্নেডো'।

১০

'মিনি টর্নেডো'য় সাগরমেলা প্রাঙ্গণের সাগর পঞ্চায়েত সমিতির বেশ কয়েকটি কটেজ ক্ষতিগ্রস্ত।

১০

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি।

১০

দিনভর লাগাতার বৃষ্টিতে তিলোত্তমায় জলযন্ত্রণা। গড়িয়াহাটে রাস্তা ডুবল জলে। ছবি: অমিত ঘোষ।

১০

রাস্তা নাকি পুকুর! জলযন্ত্রণার শিকার বেলেঘাটার বাসিন্দারা।

১০

'আমি তোমাদেরই লোক...', জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ সৌগত রায়।

১০

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বৃষ্টি মাথায় শিয়ালদহ স্টেশনে ভিড় অফিস যাত্রীদের। ছবি: শুভাশিস রায়।

১০

ভারী বৃষ্টিতে বাগুইআটিতে ভাঙল বাড়ির একাংশ।

১০ ১০

বরানগরের নিমচাঁদ মৈত্র স্ট্রিটে ভাঙল দোতলা বাড়ির একাংশ।