আমফানের জেরে হওয়া প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকা।
প্রচুর জল জমেছে বিমান রাখার জায়গাতেও।
জলের তলায় চলে গিয়েছে রানওয়ে।
আমফানের তাণ্ডবে আলিপুর চিড়িয়াখানায় উলটে পড়েছে বিশাল বড় গাছ।
সল্টলেকে বাড়ির পাঁচিলের উপর ভেঙে পড়েছে গাছ।
সল্টলেকে একটি পার্কের সামনে ভেঙে পড়া গাছ এখনও সরানো হয়নি।
কলকাতার বহু জায়গাতেই রাস্তার উপরে ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে।
আমফানের তাণ্ডবের জেরে কলেজ স্ট্রিটের রাস্তায় ভাসছে প্রচুর বই।
প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে বহুতলের উপরে থাকা মোবাইল টাওয়ার।
আমফানে বিধ্বস্ত মোহনবাগান তাঁবুও। ভেঙে পড়েছে গেটের পাশের একাংশ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.