Advertisement
Advertisement

শহরজুড়ে উৎসবের মেজাজ, বিশ্বকর্মা পুজোয় আকাশে ঘুড়ির লড়াই, দেখুন রঙিন সব ছবি

উৎসবে শামিল হয়ে আজ ঘুড়ি ওড়ালেন মহিলারাও।

কোভিডবিধি মেনে নবান্নেও আজ পালিত হল বিশ্বকর্মা পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী-আমলারা।

ভো কাট্টা...। বিশ্বকর্মা পুজো আর আকাশে ঘুড়ি উড়বে না, এমনটা কি হয়? শুধু কচিকাঁচারাই নয়, উৎসবে শামিল হয়ে আজ ঘুড়ি ওড়ালেন মহিলারাও।

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে অবসাদ। তাই সপ্তাহে অন্তত একটি দিন মোবাইল ছাড়াই কাটানো হোক। এই বার্তা নিয়েই শহর কলকাতায় আজ উড়ল ঘুড়ি।

বিশ্বকর্মা পুজো থেকেই রাজ্যে উৎসবের মেজাজ। পুজোর শপিংয়ে ব্যস্ত আমজনতা। হাতিবাগান থেকে নিউমার্কেট, ভিড় সর্বত্রই।

দিনের শুরুতে প্রবল বৃষ্টিতে পণ্ড হয় ঘুড়ি ওড়ানোর আনন্দ। তবে বেলা একটু গড়াতেই আকাশ পরিষ্কার। আর তারপরই আকাশে ঘুড়ির লড়াই।

প্রতি বছরের মতো এবারও সংবাদ প্রতিদিন-এর দপ্তরেও হল বিশ্বকর্মা পুজো।