অন্যান্যবারের থেকে রেড রোডের অনুষ্ঠানে বিস্তর কাটছাঁট করেই পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। ছবি: পিন্টু প্রধান
শনবিরা সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিন্টু প্রধান
মহামারীতে আসল 'হিরো' করোনা যোদ্ধাটাই। স্বাধীনতা দিবসে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-পুলিশ-সহ সমস্ত ফ্রন্টলাইনারদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। ছবি: পিন্টু প্রধান
রেড রোডের অনুষ্ঠানেও রইল সচেতনতার বার্তা। করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরার কথা ভেসে উঠল ট্যাবলোয়। ছবি: পিন্টু প্রধান
১৫ আগস্টে কলকাতার রেড রোডের চেনা ছবি। প্যারেডের পর মহিলা জওয়ানরা। ছবি: পিন্টু প্রধান
করোনা সচেতনতায় শক্ত হাতে কাজ করছে পুলিশ। এই লড়াইয়ে জয়ী হবেই বাংলা। আশা রাজ্যবাসীর। ছবি: পিন্টু প্রধান
করোনা বিধি মেনে মুখে মাস্ক পরেই প্যারেডে শামিল সেনা জওয়ানরা। ছবি: পিন্টু প্রধান
শনিবার সকালে বাঙ্গুর হাসপাতালের সামনে দেখা গেল দীর্ঘ তেরঙ্গা। করোনা যোদ্ধাদের সম্মান জানালেন বিজেপি সদস্য-সমর্থকরা। ছবি: পিন্টু প্রধান
বিজেপি মহিলা মোর্চার সদস্যারাও শামিল হয়েছিলেন করোনাযোদ্ধাদের সম্মান জানাতে। ছবি: পিন্টু প্রধান
কর্পোরেশনের কর্মী এঁরা। হাসপাতাল থেকে করোনায় মৃতদের বের করে নিয়ে যাওয়ার কাজ করেন। ধাপার মাঠে কোভিডে প্রাণ হারানোদের পোড়ান। স্বাধীনতা দিবসে এঁরাই তো আসল হিরো। দক্ষিণ কলকাতার ত্রিধারা ক্লাব বিশেষ সম্মান জানাল এঁদের। ছবি: পিন্টু প্রধান
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.