Advertisement
Advertisement

Breaking News

Kolkata

বড়দিন উপলক্ষে সাজছে কলকাতা, ঘুরতে যাওয়ার আগে দেখে নিন নানা প্রান্তের ছবি

ক্যাথিড্রাল চার্চ থেকে পার্ক স্ট্রিট, বো-বারাক, সর্বত্রই আলোর রোশনাই।

সবে বিশ্বকাপ জ্বর কাটিয়ে উঠল তিলোত্তমা। মাঝে আর মাত্র ক'টা দিন। তারপরই ফুটবলের উৎসব ভুলে বড়দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। ছবি: অমিত ঘোষ

ক্যাথিড্রাল চার্চ থেকে পার্ক স্ট্রিট, বো-বারাক, সর্বত্রই আলোর রোশনাই। করোনা কাল কাটিয়ে পুরনো ছন্দে ফিরেছে খ্রিস্টান পাড়া বো-বারাক। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

বড়দিন আসছে, আর সান্তা ক্লজকে ঘিরে কচিকাঁচাদের ভিড় থাকবে না, তাও কি হয়? প্রতিবারের বড়দিনের আগের চেনা ছবিটাই ধরা পড়ছে এবারও।

২৫ ডিসেম্বর যীশুর জন্মদিনেই স্লেজ গাড়ি চড়ে আবির্ভূত হন সান্তা ক্লজ। তিনি যাতে সঠিক সময়ে খুদেদের কাছে পৌঁছে যেতে পারেন, সেই তোড়জোড়ই চলছে শহরে।

যীশুর জন্মদিন উপলক্ষে বো-বারাকে সাজ-সাজ রব। বড়দিনের রাতে বউবাজারের ওই এলাকায় উপচে পড়ে ভিড়। সাজানো ক্রিসমাস ট্রিয়ের পাশে দাঁড়িয়ে সেলফিও তোলেন অনেকে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

বড়দিনে কলকাতার অন্যতম আকর্ষণ ময়দান এলাকার ক্যাথিড্রাল চার্চ। প্রতি বছর ওই দিনে অনেকখানি সময় সাধারণের জন্য খুলে দেওয়া হয় গির্জার দরজা। ছবি: অমিত ঘোষ

এমনিতে প্রায় সারা বছরই আলোয় রঙিন হয়ে থাকে পার্ক স্ট্রিট চত্বর। বড়দিনে যে সাজ আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। জনজোয়ার সামলাতে গতবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভিতেও চলবে নজরদারি। ছবি: অমিত ঘোষ