Advertisement
Advertisement

Breaking News

ইউরো-কোপা নিয়ে কাঁপছে কলকাতা, করোনা ভুলে ফুটবলে মেতে শহরবাসী, দেখুন অ্যালবাম

জমজমাট রবিবার। সকালে মেসি-নেইমার শো, রাতে ইটালি-ইংল্যান্ড দ্বৈরথ।

জমজমাট সুপার সানডে। ঘুম ভাঙতেই চোখ কচলে টিভির সামনে বসে পড়বেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই। তার আগে মেসি বন্দনায় মেতেছে তিলোত্তমা। স্মরণ করা হচ্ছে ফুটবলের রাজপুত্র মারাদোনাকেও।

উত্তর কলকাতায় আবার ইউরো ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়ল। ফাইনালে মুখোমুখি ইটালি ও ইংল্যান্ড। ফানুস উড়িয়ে দুই দলকে শুভেচ্ছা জানালেন সমর্থকরা।

টুর্নামেন্টে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে আর্জেন্টিনাকে। মেসি-ম্যাজিক দেখেছে বিশ্ব। সেই মেসি এবার নীল-সাদা জার্সিতে ট্রফি ঘরে তুলবেনই, আশায় বুক বেঁধেছেন ফুটবলভক্তরা।

গতবারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে চোটের কারণে সে দলের অংশ হতে পারেননি নেইমার। এবার তাই ফাইনালে নিজের সর্বস্ব উজার করে দিতে মরিয়া ব্রাজিলের পোস্টার বয়। সুদূর কলকাতা থেকেও তাঁর জন্য গলা ফাটাচ্ছেন ভক্তরা।

উত্তর কলকাতায় উৎসবের মেজাজ। রবিবার রাতের ইউরো ফাইনালের লড়াই দেখার প্রস্তুতি চলছে পুরোদমে।

করোনার উদ্বেগের মধ্যেও আনন্দের রং ছড়াচ্ছে ফুটবল। ব্রাজিল ভক্তরা পাড়া রাঙিয়ে দিচ্ছেন হলুদ-সবুজ পতাকায়।

ইংল্যান্ড নাকি ইটালি? যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, ইউরো আর কোপার হাত ধরে আরও একবার ভারতের ফুটবল মক্কা কলকাতায় জিতে গেল ফুটবল।