Advertisement
Advertisement
Diwali 2023

শহরজুড়ে আলোর উৎসব, দেখে নিন কলকাতার নামী সব কালীপুজো

রবিবার দেশজুড়ে পালিত হবে দিওয়ালি।

রাত পোহালেই কালীপুজো। প্রতিবারের মতো এবারও আলোয় সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির। রবিবার ভক্তদের ভিড় যে উপচে পড়বে, তা বলাইবাহুল্য। এমন পরিস্থিতিতে মন্দির জুড়ে আঁটসাট নিরাপত্তা। ভক্তদের মানতে হবে একাধিক নিয়মও।

শহরের বিভিন্ন প্রান্তের কালীপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার সুকিয়া স্ট্রিট 'উদ্যোগ' কালীপুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, কাউন্সিলর অয়ন চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী-সহ অন্যান্যরা।

উৎসব মানেই পার্ক স্ট্রিটে আলোর মেলা। দিওয়ালিতেও তার ব্যতিক্রম হচ্ছে না। নানা ধরনের লাইটিংয়ে সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট চত্বর।

রবিবার দেশজুড়ে পালিত হবে দিওয়ালি। আলোয় সাজবে প্রতিটি বাড়ি। তার আগে আবার ভূত চতুর্দশীতেও জ্বলবে ১৪ প্রদীপ। আর তাই চলছে চটপট প্রদীপ, টুনি লাইট কিনে ফেলার পর্ব। হাতে যে একেবারেই সময় নেই।

সেজে উঠেছে উত্তর কলকাতার ফাটাকেষ্টর পুজো। যে পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। এমন বড় মণ্ডপে ভিড় থাকবেই। তাই কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ। ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন ২১ জন। এসি থাকছেন ৩৫ জন। বিসর্জনের দিন থাকছে ৬ হাজার পুলিশ।

দর্শনার্থীদের স্বাগত জানাতে তৈরি আমহার্স্ট স্ট্রিট সর্বজনীন। ডাকিনী-যোগিনী নিয়ে হাজির কালী।

কালীপুজোর দিনই আবার বহু বাড়িতে পালিত হবে দ্বীপান্বিতা লক্ষ্মীপুজো। যে পুজোয় রঙ্গোলি বানানো অর্থাৎ নানা রং দিয়ে আলপনা দেওয়ার রীতি আছে। সেই রঙের বাজারেও তাই ভিড়।

লক্ষ্মীপুজো, কালীপুজোর জন্য শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। সব মিলিয়ে শহরজুড়ে উৎসবের আমেজ।