Advertisement
Advertisement

তিন বছর বাদে ইডেনে কিং খান, স্টেডিয়াম মাতালেন ট্রেডমার্ক স্টাইলে

শাহরুখে মত্ত কলকাতা, দেখুন ছবি।

ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল। তিন বছর পর ফের ক্রিকেট উৎসবে মুখরিত ক্রিকেটের নন্দন কানন। আলোকজ্বল ইডেনের মাধুরী বাড়ালেন কিং খান।

কেকেআর বনাম আরসিবি ম্যাচে নাইটদের হয়ে গলা ফাটাতে হাজির খোদ পাঠান। চার বছর বাদে ক্রিকেটের নন্দন কাননে দেখা গেল তাঁকে।

নীতীশ রানাদের হয়ে গলা ফাটাচ্ছেন শাহরুখ। সেই সঙ্গে নিজের ট্রেডমার্ক হাসিতে মন জিতছেন ভক্তদের।

শেষবার ২০১৯ সালে আইপিএলের হোম ম্যাচের জন্য কলকাতায় এসেছিলেন বলিউড সুপারস্টার। সেই মরশুমের পর অবশ্য ইডেনে কেকেআরের ম্যাচ হয়নি।

২০১৯ সালের ২৮ এপ্রিলের সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ রানে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

এই মরশুমে প্রথম ম্যাচ হেরেছে কেকেআর। এবার দেখার শাহরুখ নাইটদের জন্য পয়মন্ত হতে পারেন কিনা।