Advertisement
Advertisement

Breaking News

Kolkata Municipal Election

Kolkata Municipal Election: প্রার্থী ঘোষণার পরই জনসংযোগে তৃণমূল, দেখুন প্রচারের কিছু ছবি

শনিবার দিনভর কলকাতার নানা প্রান্তে প্রচারে তৃণমূল প্রার্থীরা।

ভোটযুদ্ধে প্রথমবার মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী। কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ডের প্রার্থী তিনি। শনিবার সকাল থেকেই নিজের পাড়া থেকে শুরু করলেন প্রচার। ছবি: অমিত ঘোষ।

প্রতিবেশী-বন্ধুদের কাছে ভো চাইতে গেলেন ৭৩ নং ওয়ার্ডের নতুন তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। চেনা ছন্দেই জনসংযোগ। ছবি: অমিত ঘোষ।

দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবার পুরভোটের প্রার্থী। শনিবার নিজেই দেওয়াল লিখে শুরু করলেন ভোটের প্রচার। ছবি: অমিত ঘোষ।

কলকাতা পুরসভার ১১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দলীয় বিধায়ক অতীন ঘোষ। নিজের ওয়ার্ডে নিজের হাতেই দেওয়াল লিখলেন তিনি। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। এবারে কলকাতা পুরভোটেও লড়ছেন তিনি। শনিবার সকাল থেকে নিজের ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ শুরু করলেন বিধায়ক। ছবি: গোপাল দাস।

কলকাতা পুরসভার ১০১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত। তাঁর হয়ে এলাকায় প্রচারে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ছবি: গোপাল দাস।

রঙিন প্রচার মানেই মদন মিত্র। নিজে পুরভোটের লড়াই না থাকলেও দলের প্রার্থীর হয়ে দেওয়াল লিখলেন কামারহাটির জনপ্রিয় তৃণমূল বিধায়ক।

কলকাতার পুরভোটেও আগরতলার ছোঁয়া। ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে নতুন স্লোগানে দেওয়াল লিখলেন মদন মিত্র।