Advertisement
Advertisement

Breaking News

Kriti Kharbanda

মেদহীন শরীরে লাস্যের খেলা, কৃতীর এই রূপেই পাগল পুলকিত, মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

মার্চ মাসেই নাকি 'ফুকরে' খ্যাত তারকা পুলকিত সম্রাটকে বিয়ে করছেন বলিউড সুন্দরী।

জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন। আগামী ১৩ মার্চ নাকি পুলকিত সম্রাটের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী কৃতী খরবন্দা।

পাঞ্জাবি পরিবারের মেয়ে কৃতীর জন্ম দিল্লিতে। ছোটবেলাতেই পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে যেতে হয়েছিল তাঁকে। সেখানেই পড়াশোনা শেষ করেন।

স্কুল-কলেজে পড়ার সময় থেকেই নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন কৃতী। পরে বিজ্ঞাপনে কাজ শুরু করে দেন। তেলুগু সিনেমা 'বনি'র মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন কৃতী।

'রাজ: রিবুট' সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন অভিনেত্রী। বিক্রম ভাট পরিচালিত ও ইমরান হাসমি অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।

এর পর 'শাদি মে জরুর আনা', 'গেস্ট ইন লন্ডন', 'হাউসফুল ৪', 'বীরে দি ওয়েডিং', 'ত্যায়শ'-এর মতো সিনেমায় দেখা যায় কৃতীকে।

‘বীরে কি ওয়েডিং’ সিনেমার সেটেই পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। এখন আর কোনও লুকোছাপা নেই। সোশাল মিডিয়াতেই নানা মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করেন তারকা যুগল।

‘বীরে কি ওয়েডিং’ সিনেমার সেটেই পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। এখন আর কোনও লুকোছাপা নেই। সোশাল মিডিয়াতেই নানা মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করেন তারকা যুগল।