'ঘোস্ট স্টোরিজ' থেকে 'থ্যাঙ্কিউ ফর কামিং', সব ধরনের সিনেমাতেই স্বতন্ত্র কুশা কাপিলা। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে রিয়ালিটি শো করেন। তাঁর সাবলীল কমেডি দর্শকদের বেশ পছন্দের।
কাজের পাশাপাশি ছুটিও উপভোগ করতে জানেন কুশা। শরীরে লাগুক রোদের ছ্যাঁকা, তাতে কুছ পরোয়া নেই তারকার। 'শকিং পিঙ্ক' বিকিনি পরে দিব্যি ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।
দিল্লির পাঞ্জাবি পরিবারে জন্ম কুশার। পড়াশোনা ফ্যাশন নিয়ে। বেশ কিছুদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফ্যাশন এডিটর হিসেবে কাজ করেন।
সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে গ্ল্যামার দুনিয়ায় কুশার প্রবেশ। তাঁর 'বিল্লি মাসি' চরিত্র আজও জনপ্রিয়। ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’তেও দেখা গিয়েছে কুশাকে।
২০১৭ সালে জোরাওয়ার সিং আলুওয়ালিয়াকে বিয়ে করেন কুশা। গত বছরের জুন মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
ডিভোর্সের পরও তিনি ও জোরাওয়ার প্রিয় পোষ্য মায়ার দায়িত্ব যৌথভাবে পালন করবেন বলেই জানিয়েছিলেন কুশা। এর জন্য তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। স্বামী ছাড়লেও পোষ্যকে ছাড়তে পারবে না? করা হয়েছিল এমন প্রশ্ন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.