মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ল্যাকমে ফ্যাশন উইকের আয়োজন হয়েছে। স্পিং, সামার কালেকশন নিয়ে হাজির হয়েছেন ফ্যাশন ডিজাইনাররা।
জনপ্রিয় ফুটওয়্যার ও ক্লোদিং ব্র্যান্ড স্কেচারস ইন্ডিয়ার শো স্টপার হিসেবে স্পোর্টিং লুকে নজর কাড়লেন কৃতী স্যানন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কালকি কোয়েচলিনকে দেখা গেল সোনালি কোঅর্ড সেট আর ডিজাইনার ধূসর হারেম প্যান্টে।
'টুয়েলভথ ফেল' স্টার মেধা শংকর এই প্রথম মার্জার সরণিতে হাঁটলেন। পরস অ্যান্ড শালিনীস এলিমেন্টাল সিম্ফনি কালেকশনের গেইসা ডিজাইনার পোশাকে সেজেছিলেন তিনি।
১৩ মার্চ, বুধবার থেকে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক। মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন বিটাউনে নায়িকারা। শরীরের পোড়া দাগ নিয়েই ব়্যাম্পে আত্মবিশ্বাসী সারা আলি খান।
অনামিকা খান্নার ফ্যাশন ব্র্যান্ডের শো স্টপার হিসেবে দেখা গেল শানায়া কাপুরকে। করণ জোহরের 'বেধড়ক' ছবি দিয়েই অভিনয় কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি।
ফ্যাশন লেবেল ইনকার পোশাকে ফ্যাশন ডিভা অবতারে ধরা দিলেন দিয়া মির্জা।
টি কালচারস অফ দ্য ওয়ার্ল্ড ও চোলার জন্য মনোক্রম পোশাকে সাজলেন নেহা ধুপিয়া।
সোহায়া মিশ্রর লেবেল চোলার শো স্টপার হিসেবে মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন কঙ্কণা সেনশর্মা।
ফ্যাশন ডিজাইনার উর্বশী কৌরের রাস্ট প্লিটেড ড্রেসে নজর কাড়লেন তিলোত্তমা সোম।
ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে দিব্যা খোসলা কুমারের মায়াবী অবতার।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.