Advertisement
Advertisement
Nirmala Mishra

রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা, ‘এই বাংলার মাটিতে’ বিলীন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

দেখে নিন শিল্পীর বিদায়বেলার কিছু ছবি।

মাঝরাতেই এসেছিল দুঃসংবাদ। প্রয়াত সংগীতশিল্পী নির্মলা মিশ্র। রবীন্দ্রসদন ও রাজ্য সংগীত অ্যাকাডেমিতে দিনভর শ্রদ্ধাজ্ঞাপনের পর চিরবিদায়। ছবি: পিণ্টু প্রধান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর প্রয়াণের খবর শুনেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। তাঁর পাঠানো পুষ্পস্তবক পৌঁছেছে রবীন্দ্রসদনে। ছবি: পিণ্টু প্রধান।

সংগীতশিল্পী নির্মলা মিশ্রের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছবি: পিণ্টু প্রধান।

দীর্ঘদিন সংগীত জগতের সঙ্গে যুক্ত থাকায় মাতৃসম নির্মলা মিশ্রর সঙ্গে সম্পর্ক ছিল দারুণ, শিল্পীর বিদায়বেলায় আবেগপ্রবণ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুষ্পস্তবকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম সারলেন তিনি। ছবি: পিণ্টু প্রধান।

গানের প্রবাহ ছিল পৃথক ঘরানার। তাতে কী? সংগীত তো সকলকে এক করে দেয়। প্রবাদপ্রতিম শিল্পী নির্মলা মিশ্রর প্রয়াণে বেদনাতুর আরেক প্রবীণ সংগীতশিল্পী পূর্ণদাস বাউল। ফুল দিয়ে জানালেন শেষ বিদায়। ছবি: পিণ্টু প্রধান।