সপরিবারের সৌদিতে ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। আর তাঁর ছুটি কাটানো নিয়েই যত আলোড়ন ফুটবলবিশ্বে।
মেসির সঙ্গে রয়েছেন স্ত্রী অ্যান্তনেলা এবং দুই সন্তান। সৌদির সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মেসিরা।
খাওয়া, ঘোরা, ছবি তোলা, সবটাই চুটিয়ে করছেন সস্ত্রীক লিও। আনন্দে আত্মহারা দুই খুদেও।
লিওর এই সফর নিয়ে অবশ্য তুমুল বিবাদ শুরু হয়ে গিয়েছে প্যারিসে। লিওর উপর ক্ষেপে লাল তাঁর ক্লাব পিএসজি।
না জানিয়ে ছুটি কাটাতে যাওয়ায় লিওকে দু'ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। সেটা মেসির প্রতিনিধিদের জানিয়েও দিয়েছে।
মরশুম শেষেই হয়তো পিএসজিকে বিদায় জানাবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা। তাঁর বার্সেলোনায় প্রত্যাবর্তনেরও গুঞ্জনও শোনা গিয়েছে।
জানা গিয়েছে মেসির পিএসজি ত্যাগ একপ্রকার নিশ্চিত। মেসির বাবার সঙ্গে পিএসজি কর্তাদের মাসখানেক আগেই কথা হয়ে গিয়েছে। আসলে প্যারিসে আর মন টিকছে না লিওর।
লিও অবশ্য এখন এসব জটিলতায় নেই। তিনি দিব্যি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কে জানে আগামী দিনে হয়তো সৌদির কোনও ক্লাবেই দেখা যাবে তাঁকে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.