Advertisement
Advertisement
Lionel Messi

বিশ্বকাপ জিতে ‘ডিমে’র রেকর্ড ভাঙলেন মেসি! আর্জেন্টিনায় আজ জাতীয় ছুটি, দেখুন উল্লাসের ছবি

মেসিরা দেশের মাটিতে পা রাখতেই তাঁদের ঘিরে শুরু হয়ে যায় সেলিব্রেশন।

প্রত্যাশা পূরণ। স্বপ্নপূরণ। ইচ্ছাপূরণ। আনন্দ ব্য়ক্ত করার সব ভাষাই যেন কম পড়ছে আর্জেন্টিনাবাসীর। হবে না-ই বা কেন। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে তো বিশ্বজয় করেছে দল। তাই উচ্ছ্বাসও বাঁধভাঙা।

কাতারে বিশ্বজয় করে বুয়েন্স আইরেসে ফেরেন মেসিরা। আর দেশের মাটিতে পা রাখতেই তাঁদের ঘিরে নতুন করে শুরু হয়ে যায় সেলিব্রেশন। মধ্যরাতেই ছিল উপচে পড়া সমর্থকদের ভিড়।

হুড খোলা বাসে বিশ্বকাপ হাতে গোটা শহর ঘোরে টিম আর্জেন্টিনা। আর তাঁদের সংবর্ধনা জানাতে গলা ফাটান লাখো লাখো ফুটবলভক্ত। প্রিয় তারকাদের সঙ্গে বিশ্বকাপ ট্রফি দেখার স্বপ্নও পূরণ হয় তাঁদের।

বিশ্বকাপ জিতে মেসির হাতে কাপ উঠতেই নয়া নজিরের মালিক হয়ে যান এলএম টেন। তাঁর সেই ছবিটিই এখন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইকের মালিক। এখনও পর্যন্ত ৫৮ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ছবি। আর্জেন্টাইন মহাতারকার ছবি ছাপিয়ে গিয়েছে ৫৬ মিলিয়ন লাইক পাওয়া একটি ভাইরাল ডিমের ছবিও।

মারাদোনার পর মেসি। তিনযুগ পর বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার পেয়েছে আর্জেন্টিনা। তাই এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করে সে দেশের সরকার।

এক মুহূর্তের জন্য কাপ হাতছাড়া করতে চাইছেন না মেসি। সন্তানসম কাপ নিয়েই তাই রাতে ঘুমিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে ছবি পোস্ট করেছেন এলএম টেন।

ধন্যবাদ মেসি অ্যান্ড কোং। নীল সাদা রঙে রঙিন হয়ে ওঠা আর্জেন্টিনার প্রতিটি কোণ থেকে যেন এই বার্তাই ভেসে আসছে।