Advertisement
Advertisement
Lionel Messi Birthday

মেসির জন্মদিন বলে কথা, কিছুটা স্পটলাইট থাকুক ‘বচপন কা প্যায়ার’ আন্তোনেলার দিকেও

রইল মেসি-আন্তোনেলার অন্তরঙ্গ মুহূর্তের ফটো অ্যালবাম।

২৪ জুন, আজ বিশ্বের কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ক্রীড়া ময়দানে তাঁর কীর্তির কথা আট থেকে আশির জানা।

কিন্তু ফুটবল অনুরাগীদের ঈশ্বর মেসি যে আদ্যোপান্ত একজন রোম্যান্টিক মানুষ, সেকথা জানেন?

আজ্ঞে, ৫ বছর বয়সে তুতো ভাইয়ের বাড়িতে এক মেয়ের প্রেমে পড়েছিলেন। চড়াই-উতরাই পেরিয়ে তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মেসি।

মেসির বয়স ৩৬। তার মধ্যে ৩১টি বসন্তই তিনি দিয়েছেন আন্তোনেলা রোকুজোকে।

খুদে বয়সেই তাঁর প্রেমে হাবুডুবু খেতে থাকেন মেসি। তাঁর বিশ্বাস ছিল, আন্তোনেলা একদিন তাঁর প্রেমিকা হবেনই।

আর আজ আন্তোনেলা মেসি-ঘরণি। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও নিজের 'বচপন কা প্যায়ার'কে কোনওদিন ভোলেননি তিনি।

২০০৯ সালে প্রেমিকা আন্তোনেলার নাম প্রকাশ্যে আনেন লিওনেল মেসি।

২০১২ সালে এক ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোল করেই ফুটবল জার্সির ভিতরে ঢুকিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন মেসি যে তিনি প্রথমবার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

২০১৭ সালের ৩০ জুন মেসি আন্তোনেলাকে বিয়ে করেন। তারপরই মেসি-আন্তোনেলার তৃতীয় সন্তান পৃথিবীতে আসে।