সেরা ছবির হিসাবে অস্কার জিতে নিল দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট'। সেরা পরিচালক বং জুন হো। এছাড়া সেরা বিদেশি ভাষার ছবি ও সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের জন্যও পুরস্কার পেয়েছে ছবিটি।
জোকার ছবিতে অনবদ্য অভিনয়ের পুরস্কার পেলেন জোয়াকিন ফিওনিক্স।
‘জুডি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হলেন রেনে জেলওয়েগার।
'ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড' ছবিতে সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে অস্কার জিতে নিলেন ব্র্যাড পিট।
‘ম্যারেজ স্টোরি’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রী হয়ে গেলেন লরা ডার্স।
সেরা অ্যানিমেটেড ফিচার ছবির জন্য অস্কার পেয়েছে 'টয় স্টোরি ৪'।
সেরা তথ্যচিত্র হিসাবে অস্কার জিতে নিয়েছে 'আমেরিকান ফ্যাকট্রি'।
সেরা সিনেমাটোগ্রাফি, সাউন্ড মিক্সিং ও ভিস্যুয়াল এফেক্টসের জন্য অস্কার পেয়েছে '1917'।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.