Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Vote 2024

বরাবরই বামপন্থায় ভরসা, তবে পেশায় ইঞ্জিনিয়ার, কে এই সায়নজায়া?

ভোটের ময়দানে জামাই, কী বলছেন শ্বশুরবাড়ির সদস্যরা।

একদিকে বিজেপির হয়ে লড়াইয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এই দুজনের সঙ্গে লোকসভা নির্বাচনে সম্মুখসমরে আইনজীবী তথা বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল কী হবে তা আমজনতার হাতে। তবে স্বামী ভোটে দাঁড়াতেই তাঁর হয়ে রাস্তায় নেমেছেন সদ্য বিবাহিতা স্ত্রী তমশ্রী দেবনাথ।

উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা সায়নজায়া তমশ্রী দেবনাথ। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী তিনি। পেশায় ইঞ্জিনিয়ার। তবে ময়দানে নেমে রাজনীতি না করলেও বরাবরই বামমনস্ক তিনি। পরিবারের সকলেও বামপন্থী রাজনীতিতেই আস্থা রেখেছেন সর্বদা। বলা যায়, বামপন্থী ঘরানায় বেড়ে ওঠা তাঁর।

বর্তমানে একটি আইটি কোম্পানিতে কর্মরত তমশ্রী সোশাল মিডিয়ায় বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বরাবরই। সেই সোশাল মিডিয়ার সূত্রে ধরেই পরিচয় আইনজীবী সায়নের সঙ্গে।

আলাপ-পরিচয়-বন্ধুত্ব থেকে প্রেম। দুই কমরেডের মধ্যে সম্পর্কে ভিত মজবুত হতে বিশেষ সময় লাগেনি। গত ফেব্রুয়ারিতেই সাঁত পাকে বাঁধা পড়েছেন যুগল।

বিয়ের কিছুদিন পেরতে না পেরতেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এবার ভোটে তমলুক আসনের প্রার্থী সায়ন। বরাবর কমরেডশিপে বিশ্বাসী তমশ্রী স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছেন প্রচারে। নিজের চাকরি সামলে স্বামীর লড়াইয়ে প্রতি মুহূর্ত সঙ্গ দিচ্ছেন তিনি।

ভোটের লড়াইয়ে জামাই। কী হবে ফল? শ্বশুর-শাশুড়ি আশাবাদী ফল নিয়ে। তবে তাঁরাও জানেন, লড়াইটা বড্ড কঠিন। তবে দিনশেষে বামপন্থায় ভরসা তাঁদের। তমশ্রীর বাবা বললেন, "মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন। তমলুকে কী হবে জানি না। তবে বামেরা ধীরে ধীরে এগোচ্ছে।""

ফলাফল কী হবে তা জানা নেই। মানুষের মনে পৌঁছতে প্রতিমুহূর্তে লড়ে যাচ্ছেন আইনজীবী। আর জামাইয়ের জয়ের অপেক্ষায় শ্বশুরবাড়ি।