Advertisement
Advertisement

Breaking News

'Mahakal Lok' corridor

৮৫৬ কোটি টাকার ‘মহাকাল লোক’ উদ্বোধনে মোদি, কী কী থাকছে এই করিডরে? দেখুন অ্যালবাম

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মহাকালেশ্বর মন্দির। সেই মন্দির চত্বরেই এই করিডর।

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের মহাকাল লোক করিডর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা তৈরির খরচ প্রায় ৮৫৬ কোটি টাকা।

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত।

এখন ২.৮২ হেক্টর এলাকা জুড়ে রয়েছে মন্দির চত্বরটি। ২০২৩ সালের মধ্যেই তা পরিসরে অনেকটাই বাড়বে বলে জানা যাচ্ছে।

নির্মাণের প্রথম ধাপে তৈরি হয়েছে প্রায় ৯০০ মিটার লম্বা একটি করিডর। সেখানে থাকবে থিম পার্ক, ই-ট্রান্সপোর্ট পরিষেবা, হেরিটেজ মল।

প্রথম ধাপের এই কাজকর্ম সারতে প্রায় ৩১৬ কোটি টাকা খরচ হচ্ছে বলেই খবর। এছাড়াও মন্দির চত্বরে থাকছে চোখ ধাঁধানো নন্দী দ্বার ও পিনাকী দ্বার।

দ্বিতীয় পর্যায়ে মহারাজওয়াড়া স্কুলভবনকে ঐতিহ্যবাহী ধর্মশালায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর জন্য প্রায় ৩১০ কোটি টাকা খরচ হবে বলেই খবর।

মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি নামে পরিচিত। শোনা গিয়েছে, মন্দির পর্যন্ত ‘রেলওয়ে আন্ডারপাস তৈরি হবে। রুদ্রসাগরের উপরে ঝুলন্ত সেতুও তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে খবর।