ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেলফি দিলেন বলিউডের খিলজি রণবীর সিং।
লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকর। চতুর্থ দফায় ভোট দিলেন অভিনেত্রী।
মুম্বইয়ে মেয়ে এষা ও অহনাকে সঙ্গী করে ভোট দিলেন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী।
শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে ভোটদান করলেন বলিউডের 'লক্ষ্মীবাই' কঙ্গনা রানওয়াত।
নিজে ভোট দিয়েছেন, অন্য ভোটারদেরও ভোটদানের আরজি জানালেন কমেডিয়ান কপিল শর্মা।
ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বলি ডিভা করিনা কাপুর খান।
ভোট দেওয়ার পর সেলফি তুলে পোস্ট করলেন বি-টাউনের 'ধক-ধক' গার্ল মাধুরী দীক্ষিত।
বছরের বেশিরভাগ সময়টা থাকেন বিদেশেই। কিন্তু ভোট দিতে সময় মতো পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি।
বোন প্রিয়া দত্ত মুম্বই উত্তর-মধ্য কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। তিনি তো ভোট দিলেনই, সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত ও স্ত্রী মান্যতা।
মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় স্বামী গোল্ডির সঙ্গে ভোট দিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.